ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

হেরোইন উদ্ধার: যাবজ্জীবন দণ্ডিত আসামির জামিন স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
হেরোইন উদ্ধার: যাবজ্জীবন দণ্ডিত আসামির জামিন স্থগিত

ঢাকা: ময়মনসিংহের হালুয়াঘাটে ৫০ লাখ টাকা মূল্যের হেরোইন উদ্ধারের মামলায় যাবজ্জীবন দণ্ডিত দেলোয়ার হোসেনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার (২০ ডিসেম্বর) আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি বোরহান উদ্দিন এ আদেশ দেন।



আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

তিনি জানান, হেরোইন উদ্ধারের মামলায় আসামি দেলোয়ারকে যাবজ্জীবন দণ্ড দিয়েছিলেন বিচারিক আদালত। পরে তিনি আপিল করেন। এ আপিল বিচারাধীন থাকা অবস্থায় ১৪ ডিসেম্বর তাকে জামিন দেন হাইকোর্ট। এ জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি নিয়ে আজ হাইকোর্টের আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত।

জানা যায়, হালুয়াঘাটের কিসমত নড়াইল এলাকায় আব্দুল মোতালেবের ছেলে মো. দেলোয়ার হোসেনকে ৫০ লাখ টাকা মূল্যের ৫শ গ্রাম হেরোইনসহ আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটকের পর ২০১৫ সালের ১০ মার্চ মামলা করেন র‌্যাব-১৪ সদস্য ডিএডি গোলাম রব্বানী।

এ মামলায় ২০১৯ সালের ২০ মার্চ তাকে যাবজ্জীবন দণ্ড দেন ময়মনসিংহের অতিরিক্ত দায়রা জজ আদালত-৪। পরে এ মামলায় খালাস চেয়ে আপিল করেন দেলোয়ার। এই আপিল বিচারাধীন থাকা অবস্থায় ১৪ ডিসেম্বর তাকে জামিন দেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।