ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী জেলহাজতে 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী জেলহাজতে 

পটুয়াখালী: পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা অপহরণ মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় বাদী জসিম উদ্দিনকে জেল হাজতে পাঠিয়েছেন আলাদাত।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আমলী আদালতের বিচারক মোহাম্মদ আশিকুর রহমান এ আদেশ দেন।

জসীম উদ্দিন পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের মান্নান প্যাদার ছেলে।

জানা যায়, ২০২২ সালের আগস্ট মাসে মামলার বাদী জসিম উদ্দিন তার বাবা মান্নান প্যাদাকে অপহরণের অভিযোগে সাতজনকে আসামি করে পটুয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করে। মামলা নম্বর সি আর- ১০৫৯/২০২২

আদালত দীর্ঘ শুনানি ও তদন্তের পরে জানতে পারে ভিকটিম আত্মগোপনে ছিলেন। তাই মিথ্যা মামলা দায়েরের অভিযোগে বাদীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।

এদিকে মিথ্যা মামলার বাদীকে জেলহাজতে পাঠানোই বিচার প্রত্যাশীদের মধ্যে আস্থা সৃষ্টি হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।