ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টে বিএনপির আজিজুল বারী হেলালের জামিন 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, মে ২, ২০২৩
হাইকোর্টে বিএনপির আজিজুল বারী হেলালের জামিন  হেলাল, সাদা পাঞ্জাবি পরা

ঢাকা: খুলনার ডুমুরিয়া থানার একটি নাশকতা মামলায় কারাবন্দি বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২ মে) বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করে জামিন দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

আরও পড়ুন: খুলনায় বিএনপির ৮ নেতাকর্মী কারাগারে

গত ২৭ জুলাই আজিজুল বারী হেলালসহ আটজন দুপুরে  খুলনার সিনিয়র দায়রা জজ আদালতে জামিন শুনানিতে হাজির হন।

পরে বিচারক মীর শফিকুল আলম আট আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অন্যান্য আসামিরা হলেন- শেখ ফরহাদ হোসেন, মোল্লা আকবর হোসাইন সৈকত, আবদুর রব আকুঞ্জী, শাহীনুর রহমান, মোল্লা মশিউর রহমান ও শাহনেওয়াজ শেখ।

চলতি বছরের ১১ ফেব্রুয়ারি রাতে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, ডুমুরিয়া উপজেলার আহ্বায়ক মোল্লা মফিজুর রহমানসহ ১৩০ নেতাকর্মীর বিরুদ্ধে ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক রাইয়ান বাদী হয়ে একটি নাশকতা মামলা করেন।

মামলার এজাহারে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ করেন তিনি। মামলায় মোট ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

জামিন নামঞ্জুরের পর আজিজুল বারী হেলাল হাইকোর্টে জামিন আবেদন করেন।

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, মে ০২, ২০২৩
ইএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।