ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণ: জারিফের স্বীকারোক্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
ধানমন্ডিতে ছাত্রী ধর্ষণ: জারিফের স্বীকারোক্তি

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর এলাকায় এক শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার মাহাদী হাসান জারিফ (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।  

শুক্রবার (৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তার জবানবন্দি রেকর্ড করেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল ইসলাম আসামি জারিফকে আদালতে হাজির করেন। এ সময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

সিএমএম আদালতে ধানমন্ডি থানার সাধারণ নিবন্ধন শাখার (নারী-শিশু) এসআই সাইফুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে গত বৃহস্পতিবার রাতে বরিশাল থেকে জারিফকে গ্রেপ্তার করে ধানমন্ডি মডেল থানা পুলিশ।

জানা গেছে, গত ৩ জুলাই সন্ধ্যায় ধানমন্ডির ১৫ নম্বর এলাকার ৩/এ নম্বরের একটি ভবনের ছাদে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ভুক্তভোগী ওই ছাত্রী নিজে থানায় এসে অভিযোগ করেন। পরের দিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।