ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বরিশালে সাংবাদিকসহ তিনজনের নামে সাইবার আইনে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৩
বরিশালে সাংবাদিকসহ তিনজনের নামে সাইবার আইনে মামলা

বরিশাল: বরিশালে সাইবার আইনে সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে নালিশি মামলা হয়েছে।

সোমবার (০৬ নভেম্বর) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলা করা হয়।



ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে জমা দেওয়ার জন্য বাকেরগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী মো. মুজিবুর বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউপির প্যানেল চেয়ারম্যান।

বিবাদীরা হলেন, বাকেরগঞ্জ পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ডের চর রঙ্গশ্রী এলাকার মৃত আব্দুল মজিদ খানের ছেলে মোনায়েম খান খোকন (৪০), দৈনিক জনকণ্ঠের বাকেরগঞ্জ প্রতিনিধি জিয়াউল হক আকন (৩৪) ও উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের বাসিন্দা মৃত মো. হেলাল খানের ছেলে খান মো. মেহেদি (৩৪)।

সাইবার ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী নাজমুল হাসান নালিশীর বরাতে জানান, প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ২ নভেম্বর মোনায়েম খান ও সাংবাদিক জিয়াউল হক আকন তাদের ফেসবুক আইডিতে আপত্তিকর পোস্ট করে। সেই পোস্টে আপত্তিকর মন্তব্য করে খান মো. মেহেদি।

বেঞ্চ সহকারী জানান, ইলেকট্রিক ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক আইডির মাধ্যমে মানহানিকর, আক্রমণাত্মক কুরুচিপূর্ণ, অসত্য লেখা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। এতে বাদী সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছে। এছাড়াও তার মানহানি হয়েছে নালিশিতে উল্লেখ করে সাইবার আইনে ওই মামলা করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৩
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।