ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টেও প্রার্থিতা ফেরত পেলেন না বিকল্প ধারার মহাসচিব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
হাইকোর্টেও প্রার্থিতা ফেরত পেলেন না বিকল্প ধারার মহাসচিব

ঢাকা: ঋণখেলাপির অভিযোগে জাতীয় সংসদের লক্ষ্মীপুর-৪ আসনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পেতে বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২০ ডিসেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে মঙ্গলবার হাইকোর্টের একই বেঞ্চ নোয়াখালী-৪ আসনে প্রার্থিতা ফিরে পেতে আবদুল মান্নানের করা আরেকটি রিটও সরাসরি খারিজ করে দেন।

আদালতে ইসির পক্ষে ছিলেন আইনজীবী শেখ শফিক মাহমুদও মেজর (অব.) মান্নানের পক্ষে ছিলেন আইনজীবী মঈন ফিরোজী।

নোয়াখালী-৪ ও লক্ষ্মীপুর-৪ আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছিলেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। ঋণখেলাপির অভিযোগে রিটার্নিং কর্মকর্তা ৩ ও ৪ ডিসেম্বর ওই দুই আসনেই তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর বিরুদ্ধে আপিলের পর নির্বাচন কমিশন সে আপিল নামঞ্জুর করে। এরপর হাইকোর্টে পৃথক রিট করেন।

আবদুল মান্নান লক্ষ্মীপুর-৪ আসনের বর্তমান সংসদ সদস্য (এমপি)। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে নৌকা প্রতীকে জয়ী হন তিনি।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২৩
ইএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।