ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আইন ও আদালত

মাদক মামলা: চাঁপাইনবাবগঞ্জে যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
মাদক মামলা: চাঁপাইনবাবগঞ্জে যুবকের যাবজ্জীবন প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় মো. হারুন (২১) এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।  

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে আসামির উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত হারুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট গ্রামের আব্দুল ওহাব আলীর ছেলে।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ২০১৯ সালের ৬ নভেম্বর হারুনের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের এক দল সদস্য। অভিযানে আসামির ঘর থেকে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। সে সময় অভিযান চালানো সদস্যদের ওপর হামলা করে পালিয়ে যান হারুন। এ ঘটনায় অভিযানের দিনই সদর থানায় মামলা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক রায়হান খান। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক আসাদুর রহমমান মামলার অভিযোগপত্র জমা দেন। পরে ২০২০ সালের ৪ অক্টোবর আত্মসমর্পণ করেন তিনি।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।