ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: নাটোরে জামিন পেলেন চাঁদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি: নাটোরে জামিন পেলেন চাঁদ

নাটোর: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকিসহ মানহানিকর বক্তব্যে নাটোরে দায়ের করা মামলায় বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন আদালত।

রোববার (০৩ মার্চ) দুপুর ২টার সময় নাটোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক মো. রওশন আলম আসামি আবু সাঈদ চাঁদকে এ জামিন মঞ্জুর করেন।

এর আগে (২২ মে) সোমবার দিনগত রাতে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে সদর থানায় ১০০ কোটি টাকার মানহানির একটি মামলা দায়ের করেন।

আসামিপক্ষের আইনজীবী শরিফুল হক মুক্তা বাংলানিউজকে জানান, ২০২৩ সালের ১৯ মে বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

এ ঘটনায় একই বছরের ২৪ মে এ অভিযোগে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বাদী হয়ে নাটোরে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বাদীপক্ষের আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবীর তর্ক-বিতর্ক শেষে ১৫ হাজার টাকা জামানত মুচলেকায় আবু সাঈদ চাঁদকে অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৯ মে (শুক্রবার) বিকেলে রাজশাহী জেলার পুঠিয়ার শিবপুর হাই স্কুল মাঠে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ ও ১০ দফা দাবিতে বিএনপির সমাবেশে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন।

বাংলাদেশ সময়:১১২৯ ঘণ্টা, মার্চ ০৪, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।