ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বিএনপি নেতা ঢালীর মুক্তিতে বাধা নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মার্চ ৭, ২০২৪
বিএনপি নেতা ঢালীর মুক্তিতে বাধা নেই

ঢাকা: রাজধানীর রমনা থানার নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালীর জামিন মঞ্জুর করেছেন আদালত।  

বৃহস্পতিবার (৭ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিন জামিনের এ আদেশ দেন।

 

এ নিয়ে তার নামে থাকা নয় মামলার সবকটিতেই জামিন পেলেন। এর ফলে তার মুক্তিতে আর কোনো বাধা রইলো না বলে জানান তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ।

বুধবার (৬ মার্চ) একই আদালত থেকে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও পুলিশ হত্যাসহ পাঁচ মামলায় জামিন পান তিনি। এর আগে হাইকোর্ট থেকে একটি ও নিম্ন আদালত থেকে দুটি মামলায় জামিন পান তিনি।  

গত বছরের ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ঢালীর নামে নয়টি মামলা হয়।  

এরপর ২১ নভেম্বর দুপুর ২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেই থেকে তিনি কারাগারে আছেন।  

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৪
কেআই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।