ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, মে ১৫, ২০২৪
রাজবাড়ীতে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

রাজবাড়ী: জেলায় শিশু ধর্ষণ মামলায় হাসানুজ্জামান ওরফে লিটন (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বিকেলে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত লিটন রাজবাড়ীর কালুখালী উপজেলার কুষ্টিয়াডাঙ্গী গ্রামের মো. আইয়ুব মণ্ডলের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১৯ মার্চ সন্ধ্যায় হাসানুজ্জামান ওরফে লিটন তার প্রতিবেশীর দ্বিতীয় শ্রেণি পড়ুয়া শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তার মাকে জানায়। জানাজানি হলে স্থানীয়রা লিটনকে মারধর করেন। একপর্যায়ে পুলিশ গিয়ে তাকে আটক করে। এরপর ওই শিশুর বাবা বাদী হয়ে ২০২৩ সালের ২১ মার্চ কালুখালী থানায় একটি মামলা করেন।

ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট সাইফুল হক বলেন, এ ধরনের রায়ে অপরাধপ্রবণতা কমে আসবে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মে ১৫, ২০২৪
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।