ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

এবি পার্টির মঞ্জু ৫ দিনের রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এবি পার্টির মঞ্জু ৫ দিনের রিমান্ডে

ঢাকা: কোটা আন্দোলনের সময় নাশকতার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

 

এদিন মঞ্জুকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ পরিদর্শক এসএম রাইসুল ইসলাম। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

২১ জুলাই রাজধানীর ধানমন্ডি থানায় উপ-পরিদর্শক মো. কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নামোল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৩/৪শ দুষ্কৃতকারীকে আসামি করা হয়।  

২৯ জুলাই রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএসের এক আত্মীয়ের বাসা থেকে মঞ্জুকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করে এবি পার্টি। পরে এ মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মঞ্জুকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে সিটিটিসি।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
কেআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।