ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মাদরাসাছাত্রী অপহরণ মামলায় শিক্ষকের ১০ বছর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
মাদরাসাছাত্রী অপহরণ মামলায় শিক্ষকের ১০ বছর কারাদণ্ড

বরিশাল: বরিশালের মুলাদীতে ষষ্ঠ শ্রেণির মাদরাসাছাত্রীকে অপহরণের মামলায় শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন বলে বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির জানিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান (৪২) মুলাদী উপজেলার চরপদ্ম গ্রামের বাসিন্দা আ. জব্বার ফকিরের ছেলে। তিনি উপজেলার উত্তর পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্টটাইম শিক্ষকতা করতেন। রায় ঘোষণার সময় মিজানুর রহমান পলাতক ছিলেন।

মামলার বরাতে বেঞ্চ সহকারী কাজী হুমায়ুন কবির বলেন, দণ্ডপ্রাপ্ত মিজানুর রহমান উত্তর পাতারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক না থাকায় অভিভাবকদের কাছ থেকে টাকা নিয়ে ওই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতেন। ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী পাস করে একটি মাদরাসার ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। ওই ছাত্রীকে ২০১৮ সালের ২৮ জানুয়ারি মাদরাসায় যাওয়ার পথে অপহরণ করে। পরে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রাখে। এ ঘটনায় ছাত্রীর দাদা বাদী হয়ে ২৩ ফেব্রুয়ারি মুলাদী থানায় মামলা করেন। মুলাদী থানার এসআই মো. আলাউদ্দিন হাওলাদার একমাত্র মিজানুর রহমানকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচারক ৫ জনের সাক্ষ্য নিয়ে রায় দেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।