ঢাকা, সোমবার, ১২ কার্তিক ১৪৩১, ২৮ অক্টোবর ২০২৪, ২৪ রবিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আ. লীগকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখতে হাইকোর্টে হাসনাত-সারজিসের রিট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
আ. লীগকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখতে হাইকোর্টে হাসনাত-সারজিসের রিট

ঢাকা: আ. লীগকে রাজনৈতিক কার্যক্রম থেকে বিরত রাখতে হাইকোর্টে রিট আবেদন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম।

একইসঙ্গে আওয়ামী লীগের বিগত ৩টি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা নিয়ে আরেকটি রিট দায়ের করেছেন তারা।

 

সোমবার (২৮ অক্টোবর) সকালে তারা রিট দুটি দায়ের করেন।

জানা যায়, হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হবে।  

রিটের বিষয়ে সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, 

২টি রিট করেছি।
১. আওয়ামী লীগের বিগত ৩টি নির্বাচনকে কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং অবৈধভাবে প্রাপ্ত সুবিধাগুলো কেন ফিরিয়ে দেবে না সে বিষয়ে প্রথম রিট।
২. এই মামলার রায় না হওয়া পর্যন্ত কেন তাদেরকে পলিটিক্যাল সকল একটিভিটি থেকে বিরত রাখা হবে না, সে বিষয়ে দ্বিতীয় রিট।
দল হিসেবে নিষিদ্ধ কিংবা নিবন্ধন নিষিদ্ধের কোনো কথা রিটে নেই।


বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।