ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আইন ও আদালত

হাবে প্রশাসকই দায়িত্ব পালন করবেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
হাবে প্রশাসকই দায়িত্ব পালন করবেন

ঢাকা: হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসক নিয়োগের বৈধতা নিয়ে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন।

ফলে এখন প্রশাসকই দায়িত্ব পালন করবেন। আর হাইকোর্টে রুল নিষ্পত্তি হবে বলে জানান আইনজীবী।  

আদালতে বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকপক্ষের হয়ে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল, ড. শাহদীন মালিক, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।

হাবের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

গত ১৫ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় এক অফিস আদেশে হাবে প্রশাসক নিয়োগ করে। এ সংক্রান্ত অফিস আদেশে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী সংগঠনটির বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে হাবের প্রশাসক নিয়োগ করা হলো।  

তাকে ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে জানাতে বলা হয়।  

তবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশাসক নিয়োগের প্রতিবাদে হাইকোর্টে রিট করে হাব। সেই রিটের শুনানি নিয়ে প্রশাসক নিয়োগের আদেশে স্ট্যাটাসকো দিয়ে রুল জারি করেন হাইকোর্ট।

গত মঙ্গলবার হাবের সাধারণ সভার তারিখ ঘোষণা করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে চেম্বার কোর্টে বৈষম্যবিরোধী হজ এজেন্সিগুলোর মালিকপক্ষের হয়ে আক্তার উজ্জামান সম্পূরক আবেদন করেন।  

আবেদনের শুনানি নিয়ে হাবের মঙ্গলবারের সাধারণ সভা স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে বিষয়টি আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেন।

রুহুল কুদ্দুস কাজল জানান, ১৫ অক্টোবর প্রশাসক নিয়োগ করা হয়। এর পরিপ্রেক্ষিতে হাবের সাবেক কমিটি হাইকোর্টে রিট করে। তখন হাইকোর্ট স্থিতাবস্থার আদেশ দিয়ে রুল জারি করেন। আজ সেই আদেশ স্টে করেছেন আপিল বিভাগ। এর অর্থ হলো প্রশাসক নিয়োগে সরকারি যে সিদ্ধান্ত সেটি বহাল থাকল।  

তিনি বলেন, এখন প্রশাসক হিসেবে যুগ্ম-সচিব হাবের দায়িত্ব পালন করবেন। আগের কমিটি হাবের দায়িত্ব পালন করতে পারবে না। হাইকোর্টে এখন চূড়ান্তভাবে রুল নিষ্পত্তি হবে। আগে এজিএম স্থগিত হয়ে গেছে। এখন আগের কমিটি আর কিছু করতে পারবেন না।  

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
ইএস/আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।