ঢাকা: বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পরও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) দায়িত্বে বহাল থাকা আবু সালেহ মোস্তফা কামালকে যত তাড়াতাড়ি সম্ভব ওই পদ থেকে সরানোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিটে প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (০৫ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
রুলে ওএসডি করার পরও কোন কর্তৃত্ববলে তিনি অধিদপ্তরে মহাপরিচালকের দায়িত্বে বহাল আছেন এবং পদে বহাল থেকে তার দায়িত্ব পালন কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. দেলোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ।
পরে আইনজীবী মো. দেলোয়ার হোসেন জানান, যত দ্রুত সম্ভব আবু সালেহ মোস্তফা কামালকে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব থেকে সরাতে বলেছেন হাইকোর্ট।
গত ১১ অক্টোবর দৈনিক কালের কণ্ঠে ‘ওএসডি হয়েও পদ ছাড়ছেন না সমাজসেবা অধিদপ্তরের ডিজি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করা হয়।
ওই প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ সাজ্জাদ হোসেন বাবু।
কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাষ্ট্রপতির আদেশক্রমে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. আবু সালেহ মোস্তফা কামালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। এ আদেশের প্রায় এক মাস পরও তা অমান্য করে ডিজি পদে বহাল তবিয়তে কাজ করে যাচ্ছেন এ কর্মকর্তা।
ওএসডি করা সমাজসেবার ডিজি ড. আবু সালেহ মোস্তফা কামাল অফিস করার কথা কালের কণ্ঠের কাছে স্বীকার করেছেন। ওএসডি হওয়ার পর কীভাবে কাজ করছেন— জানতে চাইলে তিনি দাবি করেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে আমার অফিস করার মৌখিক নির্দেশ আছে। ওই নির্দেশে কাজ করে যাচ্ছি। মৌখিক নির্দেশ কতটা যৌক্তিক— এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ হলেও দায়িত্বে থাকা মন্ত্রণালয় থেকে আমার অবমুক্তি না হওয়া পর্যন্ত অফিস করতে পারি। তা ছাড়া এখানে কাউকে দায়িত্ব দেওয়া হয়নি।
জনপ্রশাসন মন্ত্রণালয় যদি অন্যত্র আপনাকে দায়িত্ব দেয়, তাহলে কী করবেন— এমন প্রশ্নের জবাবে আবু সালেহ মোস্তফা কামাল বলেন, তখন ভারপ্রাপ্ত ডিজির কাছে দায়িত্ব হস্তান্তর করে অবমুক্তি নিয়ে সেখানে যোগদান করব।
তাহলে ওএসডি আদেশের পর কেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করেননি— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মন্ত্রণালয় অবমুক্ত করেনি।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
ইএস/আরআইএস