ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

ঢাকা: ‘আদালতের আদেশ না মেনে চট্টগ্রামের কর্ণফুলী নদীর জায়গা লিজ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করায়’ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে পত্রিকায় প্রকাশিত ইজারা বিজ্ঞপ্তির কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।  

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি জানান, কর্ণফুলী নদী রক্ষার্থে পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) জনস্বার্থে ২০১০ সালে একটি রিট পিটিশন দায়ের করে। শুনানি শেষে ওই রিটে ২০১৬ সালে আদালত কর্ণফুলী নদীর সীমানা জরিপ সংরক্ষণ করার নির্দেশ দিয়ে রায় দেন।

ওই রায় ও নির্দেশনা অমান্য করে বিগত ৭ নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে ডেপুটি ম্যানেজার/স্টেট দৈনিক পূর্বকোণ পত্রিকায় একটি দরপত্র আহ্বান করেন। ওই দরপত্রে বলা হয়, ফিরিঙ্গি বাজার মৌজার আর এস ৬০১ দাগ ১০ বছরের জন্য লিজ দেওয়া হবে।

পত্রিকায় প্রকাশিত ওই বিজ্ঞপ্তি এইচআরপিবির নজরে এলে ২৫ নভেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ তিনজনকে আদালত অবমাননার নোটিশ পাঠান। তবে নোটিশের পর কোনো পদক্ষেপ না থাকায় এইচআরপিবি ২ ডিসেম্বর একটি আদালত অবমাননার মামলা দায়ের করেন।

মঙ্গলবার ওই আবেদনের ওপর শুনানি শেষে আদালতের রায় অমান্য করে কর্ণফুল নদীর জায়গা লিজ দেওয়ার উদ্যোগ গ্রহণ করায় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান ও বন্দরের অতিরিক্ত সচিব (প্রশাসন ও পরিকল্পনা) মোহাম্মদ হাবিবুর রহমান এবং ডেপুটি ম্যানেজার (স্টেট) মো. শিহাব উদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন বলে জানান আইনজীবী মনজিল মোরসেদ।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।