ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

বিএফইউজের উপ-নির্বাচনে বাধা নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
বিএফইউজের উপ-নির্বাচনে বাধা নেই

ঢাকা: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি পদে উপ-নির্বাচন স্থগিত করে চট্টগ্রামের প্রথম শ্রম আদালতের দেওয়া আদেশ স্থগিত করেছেন হাইকোর্ট। ফলে উপ-নির্বাচনে কোনো আইনি বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।

শুক্রবার (২৯ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

উপ-নির্বাচনের দায়িত্বে থাকা নির্বাচন কমিশনের আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (২৮ জুলাই) এ আদেশ দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ।  

ভোটার তালিকা সংশোধনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের প্রথম শ্রম আদালত বিএফইউজের নির্বাচন স্থগিত করে গত ২৪ জুলাই আদেশ দেন। এ আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের।  

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম আমিনুদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এমআই/এএসআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।