ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

নড়াইলে হত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
নড়াইলে হত্যা মামলায় ২৩ জনের যাবজ্জীবন

নড়াইল: নড়াইলে জোড়া হত্যা মামলায় ২৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৩১ জুলাই) দুপুর ১টার দিকে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল বাসার মুন্সি এ রায় দেন।

১৯৯৫ সালে নড়াইলের কালিয়া উপজেলার গাজীরহাট এলাকায় শাহীন ও লিছু নামে দুইজনকে হত্যা করা হয়। এতে ২৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এর মধ্যে বিভিন্ন সময় ৬ জন আসামি মারা যান।

রায় ঘোষণার সময় ১৯ আসামি আদালতে হাজির ছিলেন। বাকিরা পলাতক।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক বাংলানিউজকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।