ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ছয়দিনের রিমান্ডে জঙ্গি সিফাত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
ছয়দিনের রিমান্ডে জঙ্গি সিফাত

ঢাকা: প্রকাশক দীপন হত্যাকাণ্ডের 'মূল হোতা' জঙ্গি সিফাত ওরফে শামীমের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে সিফাতকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে দশদিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ।

শুনানি শেষে ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবিবের আদালত।

মধ্যরাতে গাজীপুরের টঙ্গী থেকে সিফাতকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিএমপি’র পুরস্কার ঘোষিত ৬ জঙ্গির মধ্যে সিফাত একজন।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৬
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।