ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
ময়মনসিংহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ময়মনসিংহ: ময়মনসিংহে দুই স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. ফখরুল ইসলামকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

 

ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.আমির উদ্দিন এ রায় দেন।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন কোর্ট পুলিশ পরিদর্শক নওয়াজেস আলী মিয়া।

 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফখরুল ইসলাম সদর উপজেলার বয়ড়া পশ্চিমপাড়া এলাকায় পারিবারিক কলহের জের ধরে দ্বিতীয় স্ত্রী কার্নিজ তানিয়াকে কুপিয়ে হত্যা করেন। এর ঠিক পাঁচ বছর পরে হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হয়ে প্রথম স্ত্রী শিরিনা বেগমকেও হত্যা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।