ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ত্রিপুরায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, আটক ৩

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৬
ত্রিপুরায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার, আটক ৩

আগরতলা: ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড় এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে বিশালগড় মহকুমা পুলিশ।  

গোপন খবরের ভিত্তিতে বিশালগড় মহকুমার এস ডি পি ও বিশাল পুলিশ বাহিনী ৪৪ নম্বর জাতীয় সড়কে অভিযানে যায়।

সেখানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫ কেজি ওজনের ৩১টি এবং ২৫ কেজি ওজনের ৩৯টি গাঁজার প্যাকেট উদ্ধার করা হয়।  

সব মিলিয়ে ট্রাক থেকে মোট এক হাজার একশ’ ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  
 
সেই সঙ্গে ট্রাকের চালক ও হেলপারসহ মোট ৩ জনকে আটক করা হয়। তাদের নাম- সন্তোষ ছেত্রী, সঞ্জয় গোয়ালা ও সেমুয়েল কলই।

উদ্ধার গাঁজার বাজার মূল্য প্রায় দেড় কোটি রুপি বলে জানান জেলা পুলিশ সুপার সুদীপ্ত ঘোষ।  

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।