ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আইনজীবী কামরুজ্জামানের সনদ বাতিল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
আইনজীবী কামরুজ্জামানের সনদ বাতিল

ঢাকা: এমপিওভূক্ত প্রতিষ্ঠানের শিক্ষক হয়েও আইন পেশায় থাকায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য মো. কামরুজ্জামান চৌধুরীর অ্যাডভোকেটশিপ সনদ বাতিল করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
 
এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বার কাউন্সিল।


 
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, কামরুজ্জামান চৌধুরী ১৯৯৯ সালের ২৩ ডিসেম্বর হতে স্থানীয় একটি এমপিওভুক্ত কামিল মাদ্রাসায় যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। বিষয়টি গোপন করে হলফনামা দাখিল পূর্বক ২০০২ সালের ২০ অক্টোবরে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। সেই থেকে কামরুজ্জামান আইন পেশা পরিচালনা করে আসছিলেন।
 
বিষয়টি জানিয়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ বার কাউন্সিলে অভিযোগ দেন। এরপর প্রভাষক পদ ও আইন পেশা একসঙ্গে পরিচালনার বিষয়টি প্রমাণিত হওয়ায় বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনারস অ্যান্ড বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুলস, ১৯৭২ এর ৩২ (১) ধারা অনুযায়ী তাকে আইন পেশা থেকে অপসারণ করা হয়।
বার কাউন্সিলের সদস্য ও কাউন্সিলের ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান আইনজীবী শ ম রেজাউল করিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল ২৮ সেপ্টেম্বর কামরুজ্জামানের সনদ বাতিলের রায় দেন।
 
আইন অনুসারে বার কাউন্সিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনজীবী কামরুজ্জামান চৌধুরী ৯০ দিনের মধ্যে হাইকোর্টে আপিল করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৬
ইএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।