ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

খানসামায় তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
খানসামায় তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

দিনাজপুর: লাইসেন্স না থাকায় ও অতিরিক্ত ফি আদায়ের অপরাধে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাট এলাকার তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট আট হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেবুর রহমান এ আদেশ দেন।

 

দণ্ডাদেশ প্রাপ্ত ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো- সেবা ডায়াগনস্টিক সেন্টার, মা ডায়াগনস্টিক সেন্টার ও সিয়াম ডায়াগনস্টিক সেন্টার।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজেবুর রহমান এসব তথ্য জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।