ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
যশোরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

যশোর: যশোরে স্ত্রী হত্যার দায়ে হেলাল উদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৭ অক্টোবর) বিকেলে যশোরের স্পেশাল জজ নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

দণ্ডাদেশপ্রাপ্ত হেলাল উদ্দিন বগুড়া সদর উপজেলার শিকারপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

যশোর স্পেশাল জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এস এম বদরুজ্জামান পলাশ বাংলানিউজকে জানান, ২০০১ সালের ১৪ জুন দিনগত রাতে হেলাল উদ্দিন তার দ্বিতীয় স্ত্রী রূপালীকে শ্বাসরোধ করে হত্যার পর মৃতদেহ সেপটিক ট্যাংকে ফেলে দেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।