ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রাজশাহীতে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
রাজশাহীতে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

রাজশাহী: রাজশাহীতে মাদক মামলায় মিঠুন আলী (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত মিঠুন আলী পুঠিয়া উপজেলার আসির আলীর ছেলে।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে রাজশাহী বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক বেগম জাকিয়া পারভীন এ রায় দেন।

এ সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১৩ সালের ৪ নভেম্বর ৭০ গ্রাম হেরোইনসহ মিঠুন আলীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই দিনই তার বিরুদ্ধে রাজশাহীর পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৬
এসএস/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।