ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

রামগতিতে কাজীসহ দুইজনের জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
রামগতিতে কাজীসহ দুইজনের জরিমানা 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বাল্যবিয়ে পড়ানোর দায়ে সিরাজ উদ্দিন নামে এক কাজী ও তার সহকারী জসিম উদ্দিনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (২৩ আক্টোবর) রাতে উপজেলার রামদয়াল বাজারের কাজী অফিসে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শফি কামাল এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শফি কামাল জানান, কাজী সিরাজ উদ্দিন সম্প্রতি কয়েকটি বাল্যবিয়ে পড়িয়ে আইন অমান্য করেছেন। আর জসিম উদ্দিন তাকে  সহযোগিতা করেছেন। অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের দুইজনকে পাঁচ হাজর টাকা করে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।