ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ঝালকাঠিতে বৃদ্ধাকে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ঝালকাঠিতে বৃদ্ধাকে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন

ঝালকাঠি: ঝালকাঠিতে আম্বিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

আসামিদের উপস্থিতিতে সোমবার (২৪ অক্টোবর) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. বজলুর রহমান এ রায় দেন।

সাজার আদেশপ্রাপ্তরা হলেন-জেলার রাজাপুর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের মৃত আমজেদ আলী খানের ছেলে আবুল বাসার খান, একই গ্রামের মৃত করম আলীর ছেলে আব্দুল মান্নান ফকির, রোলা গ্রামের মৃত রহম আলীর ছেলে কবির হোসেন, সৈজদ্দিনের ছেলে মো. আলম ও আব্দুস সাত্তারের ছেলে বাবুল হাওলাদার।

মামলা সূত্রে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০১ সালের ১৬ জানুয়ারি রাতে নারিকেলবাড়িয়া গ্রামের মৃত আব্দুস সত্তারের স্ত্রী আম্বিয়া বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেন ওই পাঁচজন। পরদিন সকালে তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত বৃদ্ধার বড় ছেলে আব্দুল কাদের খানের স্ত্রী হালিমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রাজাপুর থানায় হত্যা মামলা করেন।

২০০৪ সালের ১২ জুলাই পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঝালকাঠি ক্যাম্পের পরিদর্শক নির্মল চন্দ্র সরকার ওই পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।

রাস্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এম. আলম খান কামাল। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুর রশিদ সিকদার।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।