ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

দুই বিচারক বরখাস্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
দুই বিচারক বরখাস্ত

ঢাকা: অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা ও দায়রা জজ মো.রুহুল আমিন খোন্দকার এবং খুলনার সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ (আইন মন্ত্রণালয়ে সংযুক্ত) মঈনুল হককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আলাদা আদেশ জারি করা হয়।

আদেশে স্বাক্ষর করেন সচিব আবু সালেহ শেখ মো.জহিরুল হক।

এই দুই বিচারককে চাকরি থেকে বরখাস্ত করার আদেশে বলা হয়, ১৯৮৫ সালের সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অদক্ষতা, অসদাচরণ ও দুর্নীতির কারণে ২০১১ সালে মামলা রুজু হয় এবং অভিযোগ প্রমাণিত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ঠাকুরগাঁওয়ের সাবেক জেলা ও দায়রা জজ মো. রুহুল আমিন খোন্দকার এবং খুলনার সাবেক অতিরিক্ত জেলা ও দায়রা জজ (আইন মন্ত্রণালয়ে সংযুক্ত) মঈনুল হককে চাকরি থেকে বরখাস্ত করা হল।

বাংলাদেশ সময়:১৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৪,২০১৬
ইএস/এসএমএ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।