ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

ফরিদপুর: ফরিদপুর নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের শঙ্করপাশা এলাকায় সড়ক দুর্ঘটনায় মাজু খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার (৩০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাজু খাতুন একই ইউনিয়নের পোড়াদিয়া গ্রামের আরব শাহের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস শঙ্করপাশা থেকে পুকুরিয়াগামী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আটোরিকশার যাত্রী ওই বৃদ্ধা নিহত হন। এ সময় আরও তিন যাত্রী আহত হয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. বাচ্চু বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। আহত তিন যাত্রীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬

এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।