রোববার (১২ ফেব্রুয়ারি) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।
রুলে ডাম্পিং স্টেশন নির্মাণ কাজ কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
চার সপ্তাহের মধ্যে স্থানীয় সরকার সচিব, উত্তর সিটি করপোরেশনের মেয়র ও প্রধান প্রকৌশলীসহ ছয় জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিট আবেদনটি দায়ের করেন রানা কাওসার। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আবদুল বাসেত মজুমদার ও আবদুল মতিন খসরু।
রোববার (১২ ফেব্রুয়ারি) একটি জাতীয় দৈনিকে ‘সীমানা প্রাচীর ঘেঁষে ডিএনসিসির ডাস্টবিন নির্মাণ, বিমান উড্ডয়ন ও অবতরণ ঝুঁকিতে’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে রিট করে আইনজীবী রানা কাওসার।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
ইএস/এসএইচ