ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বগুড়ায় নয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন সোমবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
বগুড়ায় নয় দিনব্যাপী বইমেলার উদ্বোধন সোমবার

বগুড়া: বগুড়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার (২০ ফেব্রুয়ারি) থেকে নয় দিনব্যাপী বইমেলা শুরু হবে।

ওইদিন বিকেল ৩টার দিকে বগুড়া শহীদ খোকন পার্ক সংলগ্ন এলাকায় এ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক এইচ আলিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


 
এর আগে বিকেলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কার্যনির্বাহী কমিটির সভায় বইমেলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন জোটের সভাপতি তৌফিক হাসান ময়না।
 
আলোচনায় অংশ নেন, সংগঠনের সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, মতিয়ার রহমান, আছাদ হোসেন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ-সাধারণ সম্পাদক আলমগীর কবির, কোষাধ্যক্ষ জাহিদুর রহমান মুক্তা, দফতর সম্পাদক শুভ ইসলাম, প্রচার সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য আব্দুল আউয়াল, হাকীম মজিদ মিয়া, আসাদুর রহমান খোকন, প্রণব সান্ন্যাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৭
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।