ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে সমন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
সাবেক বিচারপতি মানিকের বিরুদ্ধে সমন

ঢাকা: সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার মানহানি হয়েছে মর্মে ঢাকা মেট্রোপলিটন বারের সাবেক সভাপতি আরফানুদ্দিন খানের দায়ের করা মামলায় এই সমন জারি করা হয়।

বুধবার (২৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একেএম মঈন উদ্দিন সিদ্দিকী’র জারি করা সমনে বিচারপতি মানিককে আগামী ২১ মে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বাদীর অন্যতম আইনজীবী সালেহ উদ্দিন খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

এদিনই সকালে মানিকের বিরুদ্ধে এ মামলা করা হয়। বাদীর জবানবন্দি নিয়ে নথি পর্যালোচনা শেষে বুধবার বিকেলে সমন জারি করেন বিচারক।

গত ১৫ মার্চ রাত ১১টায় বেসরকারি টেলিভিশন ডিবিসির নিউজ টকশো ‘রাজকাহন’ এ প্রধান বিচারপতি সম্পর্কে মানিক বলেন, ‘১৯৭১ সালে তিনি কুখ্যাত শান্তি কমিটির সদস্য ছিলেন। ’

এমন বক্তব্য টেলিভিশনে প্রচার হওয়ায় বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয় মামলার এজাহারে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
এমআই/আরআর/জেডএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।