ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

শিক্ষার্থীদের ওপর হাঁটা চেয়ারম্যানের জামিন বাতিলে রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
শিক্ষার্থীদের ওপর হাঁটা চেয়ারম্যানের জামিন বাতিলে রুল সুপ্রিম কোর্ট

ঢাকা: শিক্ষার্থীদের শরীর দিয়ে মানবসেতু তৈরি করে হাঁটার মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নূর হোসেন পাটোয়ারীর জামিন বাতিলে রুল জারি করেছেন হাইকোর্ট।

বাদীপক্ষের আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৫ এপ্রিল) এ রুল জারি করেছেন।

গত ৩০ জানুয়ারি নূর হোসেন পাটোয়ারী হাইমচর উপজেলার নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানের একটি পর্বে শিক্ষার্থীদের তৈরি মানবসেতুর ওপর দিয়ে হেঁটে যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে এ ঘটনার ব্যাপক সমালোচনা হয়।

পরদিন নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীসহ পাঁচজনকে আসামি করে হাইমচর থানায় মামলা করেন এক শিক্ষার্থীর অভিভাবক আব্দুল কাদের গাজী।
 
এ মামলায় গত ২৯ মার্চ বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন নূর হোসেন পাটোয়ারী। আদালত পুলিশের প্রতিবেদন দেওয়ার আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

এর বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করেন আব্দুল কাদের গাজী। সে রিভিশন আবেদনের শুনানি নিয়ে মঙ্গলবার রুল জারি করেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. শাহরিয়ার কবির বিপ্লব ও মোহাম্মদ সারোয়ার হোসেন।

পরে বিপ্লব জানান, দু’টি রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে ২৯ মার্চ ওই চেয়ারম্যানকে দেওয়া জামিন কেন বাতিল করা হবে না এবং কোন কর্তৃত্ববলে ওই আদালতের বিচারক চেয়ার‌ম্যানকে জামিন দিয়েছেন- এ দু’টি বিষয় জানতে চেয়েছেন।

দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।