ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কুমিল্লার মেয়র সাক্কুর জামিন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, মে ৯, ২০১৭
কুমিল্লার মেয়র সাক্কুর জামিন

ঢাকা: জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির মামলায় জামিন পেয়েছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু।

মঙ্গলবার (০৯ মে) ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান সাক্কু।   শুনানি শেষে জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ জাহিদুর কবিরের আদালত।

আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল বাংলানিউজকে জানান, আগামী ২৪ মে মামলার অভিযোগ (চার্জ) গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে।

সাক্কুর পক্ষে জামিনের আবেদনের শুনানি করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে অংশ নেন স্পেশাল পিপি মীর আহমেদ আলী সালাম।

গত ১৮ এপ্রিল মামলার চার্জশিট আমলে নিয়ে সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন একই আদালত।

২০০৮ সালের ০৭ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক শাহীন আরা মমতা ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করেন।

সাক্কুর বিরুদ্ধে ৪ কোটি ৫৭ লাখ ৭১ হাজার ৯৩৩ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ১ কোটি ১২ লাখ ৪০ হাজার ১২০ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, মে ০৯, ২০১৭
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।