ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

রমজানে ভ্রাম্যমাণ আদালত চালুর আহ্বান প্রধান বিচারপতির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৪ ঘণ্টা, মে ১৮, ২০১৭
রমজানে ভ্রাম্যমাণ আদালত চালুর আহ্বান প্রধান বিচারপতির

টাঙ্গাইল: পবিত্র রমজান মাসে ভ্রাম্যমাণ আদালত চালু রাখার মাধ্যমে ভেজাল খাদ্য নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বুধবার (১৭ মে) রাতে টাঙ্গাইল সার্কিট হাউসে বিচার বিভাগীয় সম্মেলনে তিনি জেলা ম্যাজিস্ট্রেটদের প্রতি এ আহ্বান জানান।

তিনি আরও বলেন, ‘জেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) জমিজমা সংক্রান্ত বিষয়ে বেশি দুর্নীতি করছে।

তিনি এসব খতিয়ে দেখার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দিয়ে বলেন, ‘আইন প্রণয়নের সময় বিচারকদের সঙ্গে রাখলে আইনে এতো গরমিল থাকতো না। এতে করে মামলার জটও কমে আসতো। তাই যারা আইন প্রণয়ন করেন তারা যেন বিচার বিভাগকে সঙ্গে রেখেই আইন করেন। ব্রিটিশ আমলের ত্রুটিপূর্ণ আইনগুলো সংশোধন করে বিচার ব্যবস্থাকে বিজ্ঞানসম্মত করার জন্য আমরা চেষ্টা করছি। সবাই মিলে একত্রে কাজ করতে পারলেই আমাদের দেশকে সত্যিকারের সোনার বাংলায় রূপান্তর করা যাবে। ’

টাঙ্গাইলের সিনিয়র জেলা জজ মো. রবিউল হাসানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মাহবুব আলম, স্পেশাল জেলা জজ ওয়াহেদুজ্জামান সিকদার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালেদা খানম প্রমুখ।

এ সময় টাঙ্গাইলের বিভিন্ন আদালতের বিচারক, আইনজীবী ও সাংবাদিকসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

** মোবাইল কোর্ট না থাকা নিয়ে জনমনে অস্বস্তি

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, মে ১৮, ২০১৭
আরআইএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।