ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

লালবাগ কেল্লার সীমানার ভেতরে থাকা বাড়ি ভাঙার নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৮ ঘণ্টা, মে ৩১, ২০১৭
লালবাগ কেল্লার সীমানার ভেতরে থাকা বাড়ি ভাঙার নির্দেশ

ঢাকা: লালবাগ কেল্লার সীমানার ভেতরে থাকা জনৈক আবুল হাসেম ও মো. হারুনের বাড়ি তিনমাসের মধ্যে ভাঙার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে দলিলমূল্য হিসেবে তাদেরকে ৪০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেন সর্বোচ্চ আদালত।

এ বিষয়ে করা রিভিউ আবেদনের নিষ্পত্তি করে বুধবার (৩১ মে) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।

আবুল হাসেমের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।  

লালবাগ কেল্লার সীমানার ভেতরে নিজ সম্পত্তি দাবি করে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেন আবুল হাসেম। পরে প্রশাসন তা উচ্ছেদ করতে গেলে হাইকোর্টে রিট করেন আবুল হাসেম।
 
এ রিটে পক্ষভূক্ত হয় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস পর বাংলাদেশ।
 
এ রিটের শুনানি নিয়ে ২০১০ সালের ১০ অক্টোবর সীমানার ভেতরে থাকা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট ।
 
হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন হাসেম। ২০১৪ সালের ০৮ জুন আপিল বিভাগ আপিল নিষ্পত্তি করে রায় দেন। ফলে ওই স্থাপনা অপসারণ করা যায়নি।
 
পরে হাইকোর্টের আদেশ অনুসারে লালবাগ কেল্লার জরিপ প্রতিবেদন যুক্ত করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন জানান মনজিল মোরসেদ।
 
এ আবেদনের শুনানিতে আপিল বিভাগ হাসেমের স্থাপনা লালবাগ কেল্লার সীমানার মধ্যে পড়েছে কি-না- তা জরিপ করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
 
মনজিল মোরসেদ বলেন, প্রতিবেদনে দেখা যায়, ওই দুই ব্যক্তির স্থাপনা লালবাগ কেল্লার সীমানার মধ্যে। যেটি তারা আগেই নিজেদের নামে  রেকর্ড করে নিয়েছিলেন। এ কারণে আদালত তিন মাসের মধ্যে স্থাপনা ভাঙার নির্দেশ দিয়ে সংশ্লিষ্টদের ৪০ লাখ টাকা দিতে বলেছেন।

বাংলাদেশ সময়: ১১০৮ ঘণ্টা, মে ৩১, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।