ঢাকা: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে শাহবাগ থানায় মামলা দায়ের করেছেন হাইকোর্ট কর্তৃপক্ষ।
রোববার (০৪) হাইকোর্টের পক্ষে কোর্ট কিপার আবু বক্কর বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে জানান, ২৭ মের আগে কোনো এক সময় ফেসবুকের একটি পেজে প্রধান বিচারপতিকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়া হয়।
এ অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনে (আইসিটি অ্যাক্ট) মামলাটি (নম্বর-০৭) দায়ের করেন হাইকোর্ট কর্তৃপক্ষ।
তিনি আরো জানান, মামলায় অজ্ঞাত একজনকে আসামি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মে ০৪, ২০১৭
পিএম/এএসআর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।