এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (০৮ জুন) এ রুলসহ আদেশ দেন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চ।
রিট আবেদনটি করেন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী।
পরে অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, আদালত চার সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, পরিচালক (এনফোর্সমেন্ট) ও চট্টগ্রামের পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রামের জেলা প্রশাসক, পুলিশ সুপার (এসপি) ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলের জবাব দিতে বলেছেন।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, জুন ০৮, ২০১৭
ইএস/এএসআর