ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বুধবার বসেনি আপিল বিভাগ, বৃহস্পতিবার জরুরি বিষয়ে শুনানি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুলাই ৫, ২০১৭
বুধবার বসেনি আপিল বিভাগ, বৃহস্পতিবার জরুরি বিষয়ে শুনানি

ঢাকা: বিচারপতিরা চেম্বারে বিশেষ জরুরি কাজে ব্যস্ত থাকায় বুধবার আপিল বিভাগের দুটি বেঞ্চের কার্যক্রম বন্ধ ছিলো।

প্রধান বিচারপতির অনুমোদনক্রমে বুধবার (০৫ জুলাই) সুপ্রিম কোর্টে আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের বিচারপতিগণ চেম্বারে বিশেষ জরুরি কাজে ব্যস্ত থাকায় ০৫ জুলাই আপিল বিভাগের এক ও দুই নং কোর্টের কার্যক্রম বন্ধ থাকবে এবং ০৬ ‍জুলাই আপিল বিভাগে জরুরি বিষয়সমূহ শুনানি করা হবে।

এছাড়া বুধবার আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতের কার্যক্রমও বন্ধ ছিলো।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জুলাই ০৫,২০১৭
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।