ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

আইন ও আদালত

আরও ৪১ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অনুমোদন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
আরও ৪১ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অনুমোদন

ঢাকা: নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আরও ৪১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

একইসঙ্গে এসব ট্রাইব্যুনালের জন্য বিচারকসহ ২৪৬টি পদ এবং গাড়িসহ আনুষঙ্গিক সরঞ্জামাদির অনুমোদনও দিয়েছেন প্রধানমন্ত্রী।

বর্তমানে ৫৩টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল রয়েছে।

 

প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদন শেষে বুধবার (২৯ নভেম্বর) এ সংক্রান্ত নথি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে এসেছে পৌঁছেছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম।  

এখন অর্থ মন্ত্রণালয়ের পৃষ্ঠাংকন সাপেক্ষে শিগগিরই এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করবে আইন মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০১৭
এমআইএইচ/ইএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।