মঙ্গলবার (১৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- মিশন দে (১৮), মোহাম্মদ শামীম (১৭), অভিজিৎ ধর (১৭) ও অতনু চক্রবর্তী (১৭)।
ইউএনও শারমিন আক্তার বাংলানিউজকে বলেন, দুপুরে শহরের হাইস্কুল এলাকায় স্কুল ছুটির পর ছাত্রীদের উত্ত্যক্ত করতে গেলে ওই চার কিশোরকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় দোষ স্বীকার করায় তাদের এ জরিমানা করা হয়।
তিনি বলেন, যৌন হয়রানি একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি রোধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং ইভটিজিং রোধে এ অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ১৫, ২০১৮
আরএ