ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নাজিমের ঘাতক বাসের চালক ও হেলপার রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মে ২২, ২০১৮
নাজিমের ঘাতক বাসের চালক ও হেলপার রিমান্ডে

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে বাসের ধাক্কায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন কর্মকর্তা নাজিম উদ্দিনের ঘাতক বাস দু’টির একটির চালক ও একটির হেলপারের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২২ মে) দুপুরে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রবাড়ী থানার উপপরিদর্শক  (এসআই)  ইকবাল হোসেন আসামিদের সাতদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।

আসামিরা হলেন- শ্রাবণ বাসের ড্রাইভার অহিদুল ও মঞ্জিল এক্সপ্রেস বাসের হেলপার কামাল।

রিমান্ড বাতিল কিংবা জামিন শুনানির জন্য আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত ১৭ মে সকাল পৌনে ১০টার দিকে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ওপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন নাজিম উদ্দিন। তার পাশ দিয়ে দু’টি বাস পাল্লা করে ওভারটেক করার সময় একটি বাস নাজিমের মোটরসাইকেলকে ধাক্কা দিলে পড়ে গিয়ে আহত হন নাজিম। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় গত ১৮ মে আসামিদের গুলিস্থান থেকে গ্রেফতার করে পুলিশ।

এই ঘটনায় নিহতের ছোট ভাই আব্দুল আলিম বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় মামলাটি দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ২২, ২০১৮
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।