রোববার (২৭ মে) দুপুরে জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত ওহিদুজ্জামান ওহিদ উপজেলার দক্ষিণ কৌরীখাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৮ এপ্রিল বিকেলে র্যাব-৮ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওহিদুজ্জামানকে আটক করা হয়। ওহিদুজ্জামানের দেহ তল্লাশি চালিয়ে ৫০২ পিস ইয়াবা ও ২০ হাজার ৬০ টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাব-৮ এর ডিএডি মামুনুর রশিদ খান বাদী হয়ে ওহিদুজ্জামানের বিরুদ্ধে নেছারাবাদ থানায় মামলা দায়ের করেন। ওই বছরের ১৮ মে নেছরাবাদ থানার উপ-পরিদর্শক (এসআই) সঞ্জীব কুমার পহলান আদালতে চার্জশিট দাখিল করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির অনুপস্থিতে আদালত এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মে ২৭, ২০১৮
আরএ