সোমবার (১১ জুন) মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার সাব-ইন্সপেক্টর মিনহাজ উদ্দিন আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে সাতদিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহসান হাবীবের আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৯ জুন রাত দেড়টায় দুই তরুণী কলেজগেট এলাকায় মাহমুদুল হকের গাড়ি (ঢাকা মেট্রো-গ ২৯-৫৪১৪) থামিয়ে লিফট চায়। মাহমুদুলের ব্যক্তিগত গাড়িচালক তখন গাড়ি চালাচ্ছিল। এক তরুণীকে শিশুমেলা এলাকায় নামিয়ে দেওয়ার পর গাড়িতে থাকা আরেক তরুণীকে ধর্ষণ করেন মাহমুদুল। রাস্তায় থাকা লোকজন ঘটনাটি টের পেয়ে গাড়ি থামিয়ে চালক ও মাহমুদুলকে পিটুনি দেন। পিটুনির ভিডিও ফেসবুকে ভাইরাল হয়।
এদিকে ধর্ষণের অভিযোগে ওই তরুণী শেরেবাংলা নগর থানায় রোববার (১০ জুন) বিকেলে মামলা করেন।
বাংলাদেশ: ১৬১৯ ঘণ্টা, জুন ১১, ২০১৮
এমআই/আরবি/