সোমবার (১১ জুন) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক মফিজুর রহমান ভূঁইয়া এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, সিলেটের বিয়ানীবাজার উপজেলার টিকরপাড়া (উত্তরভাগ) গ্রামের তমছির আলীর ছেলে পারভেজ আলম সুমন ও রাজ্জাকপুর গ্রামের মুহিব আলীর ছেলে হোসেন আহমদ মানিক।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে হোসেন আহমদ মানিক জামিনে মুক্তি পেয়ে বর্তমানে পলাতক রয়েছেন।
আদালত সূত্র জানায়, দণ্ডপ্রাপ্তরা দেশি-বিদেশি মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। ২০১৪ সালের মার্চ মাসে নগরের দক্ষিণ সুরমা বৈদেশিক পোস্ট অফিসে তাদের নামে পাকিস্তান থেকে ৮ কেজির বেশি হেরোইন আসে।
সংশ্লিষ্টরা ওই হেরোইনের চালান জব্দ করে সহকারী রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে মহানগরীর দক্ষিণ সুরমা থানায় মাদক চোরাচালান আইনে মামলা (নং-৮(৩) ১৪) করেন। পরে দুই আসামিকে গ্রেফতার করে ২০ মে আদালতে সোপর্দ করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট মফুর আলী বাংলানিউজকে বলেন, তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে ২০১৫ সালের ২ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেন নগর গোয়েন্দা শাখার উপ পরিদর্শক জমসেদ আলম। পরে মামলার অভিযোগ গঠন করে বিচার কাজ শুরু হয়।
সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে সোমবার এ রায় দেন আদালত।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, জুন ১১, ২০১৮
এনইউ/এমএ