আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানা গেছে, সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জেসমিন আনোয়ারকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগে অবিলম্বে যোগদানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার নিকট এই দায়িত্বভার অর্পণেরও নির্দেশ দেওয়া হয়।
জেসমিন আনোয়ারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অবিচারিক কার্যকলাপের অভিযোগে খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সিনিয়র আইনজীবীরা তাকে দৃষ্টান্তমূলক শাস্তিসহ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন।
আইনজীবীদের লিখিত অভিযোগে বলা হয়েছিল, জেসমিনের দৃশ্যমান দুর্নীতির মধ্যে জেলা জজের সরকারি বাসভবনে বসবাস করা সত্ত্বেও তিনি বাড়ি ভাড়া করে বসবাস করেন দেখিয়ে সাত লাখ ২০ হাজার টাকা আত্মসাত করেন। এছাড়া তিনি মাদক বিক্রেতাদের জামিন দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুন ১২, ২০১৮
এমআরএম/টিএ