ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

ছাত্রদলের সাবেক সভাপতি হেলালের ‘মুক্তিতে বাধা নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, জুন ২১, ২০১৮
ছাত্রদলের সাবেক সভাপতি হেলালের ‘মুক্তিতে বাধা নেই’

ঢাকা: বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলালকে তিন মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২১ জুন) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ রানা।

তিনি জানান, আজিজুল বারী হেলালকে ২০১৫ সালে করা রমনা, মতিঝিল ও পল্টন থানার তিন মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এ তিন মামলাসহ তার বিরুদ্ধে মোট ৪৩টি মামলা ছিলো। এখন এ তিন মামলায় জামিনের পর তার কারামুক্তিতে আর আইনগত কোনো বাধা নেই।

চলতি বছরের ৩১ জানুয়ারি ছাত্রদলের সাবেক এ সভাপতিকে মগবাজারের বাসা থেকে বের হওয়ার সময় গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। সেই থেকে কারাবন্দি আজিজুল বারী হেলাল।

৩০ জানুয়ারি বিকেলে হাইকোর্ট এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের পর রাতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও কেন্দ্রীয় নেতা অনিন্দ্য ইসলাম অমিতকে গ্রেফতার করে পুলিশ। ওই ঘটনায় করা মামলায় হেলালকে ২ ফেব্রুয়ারি ৫ দিনের রিমান্ড দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জুন ২১, ২০১৮
ইএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।