দু’দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার (৮ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলীর থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ কুমার সরকার আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।
আসামিপক্ষে কোনো আইনজীবী না থাকায় তার পক্ষে কেউ জামিনের আবেদন করেন নি।
আসামির বিরুদ্ধে গত ২ জুলাই সৈয়দ মাসুদ রানা নামে এক ছাত্র রিকশায় করে বিইউবিটির উদ্দ্যেশে রওয়ানা হলে মিরপুর চিড়িয়াখানা সড়কে দিশারী পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আসামি হানিফ ওই বাসের চালক ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা সৈয়দ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে শাহ আলী থানায় এ দায়ের করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, জুলাই ৮, ২০১৮
এমআই/এএটি