রোববার (১৫ জুলাই) জামিন আবেদনের উপর শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলামের আদালত জামিন আবেদন নাকচ করে দেন।
আদালতের শাহবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মাহমুদুল হাসান জামিন নামঞ্জুরের বিষয়টি সাংবাদিকদের জানান।
গত ১৪ জুলাই দুইদিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠান আদালত।
গত ৮ এপ্রিল কোটা সংস্কার আন্দোলনের সময় আন্দোলনকারীরা রাস্তা বন্ধ করে নাশকতা এবং পুলিশকে মারধর ও কর্তব্য কাজে বাধা দেওয়ায় অভিযোগে এ মামলা করা হয়।
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ১৫, ২০১৮
এমআই/আরআর