সোমবার (২৩ জুলাই) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন।
দেশের বিভিন্ন থানায় বিশেষ ক্ষমতা আইনের ওই ধারার করা মামলায় আসামিদের আগাম জামিন আবেদনের শুনানিতে হাইকোর্ট এ আদেশ দেন বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. ইউসুফ মাহমুদ মোর্শেদ।
ফরহাদ আহমেদ বলেন, ১৬(২) ধারাটি বিলুপ্ত। এরপরও এ ধারায় মামলা হচ্ছিল। আজকে এ রকম তিনটি জামিন আবেদন ছিল। সেগুলো আবেদনের শুনানিতে আদালত বিলুপ্ত এই ধারায় মামলা না নিতে পদক্ষেপ গ্রহণে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেন।
সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ বলেন, বিলুপ্ত হওয়ার আগে আইনের ১৬ ধারায় ব্যাপারটি ছিল প্রিজুডিস অর্থাৎ অপরাধ সংগঠনের আগে অপরাধ করার চেষ্টা। যেমন কোনো অপরাধ সংগঠিত করার আগে গোপনে সলা-পরামর্শ, ষড়যন্ত্রের মতো বিষয়।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৮
ইএস/এমএ